কলমে : এম এ লতিফ
যে পৃথিবীটা ভাঙা নীড়
আমি হবো না কারো সেই পৃথিবীর,
মিছে কেন ডাকো মোরে প্রিয় নাম ধরে
আমি তো নই তোমার প্রতীক্ষায় অধীর,
দৃষ্টি আমার সীমানা বিহীন
ছেড়ে যাবো আমি একা
এই পৃথিবীর ভাঙা নীড়,
শত দহন জ্বালা এ বুকে
পুড়ালে গো আমায় দগ্ধ আগুনে
পুড়ে পুড়ে হয়েছি বধীর,
ঠিক যেমন হয় কয়লার খনির
দুঃসহ জীবন আমার ভাঙা পৃথিবীর,
আমি থাকবো না আর কারো প্রতীক্ষায়
নই কারো জন্য অধীর!
ভাঙা মন ভাঙা জীবন ভাঙা নীড়
আমি নই কারো এই পৃথিবীর
চারিদিকে ধুঁ ধুঁ মরুপ্রান্তর
আমি নই কারো প্রতীক্ষায় অধীর!