কলমে: মোঃ আব্দুল রহমান
যাকে ভাবি আপনজনা সে যে আপন নয়,
মিছে পথ চেয়ে রই তার সে নিল অন্য ঠাঁই;
বলেছিলো আমারে সে, প্রথম দেখা তার চাই,
ফিরে এসে দেবে ধরা ছিলাম তারই প্রতিক্ষায়।
যখন ফিরিলো সে নিজের একান্ত ঠিকানায়,
ভুলিয়া সে প্রতিশ্রুতি গেল পছন্দের আঙিনায়;
কে আমি? কি বা সম্পর্ক মোর তারই সখায়,
কে আপন কে যে পর বুঝিলো মোর হৃদয় !
ঝড় বৃষ্টি গর্জে হৃদে, রহিল মন তবু তারই আশায়,
এক পলক দেখা দিয়ে সে মুচকি হেসে বলে বাই!
কথা শুরুর আগেই ডাকে ফোনে সে আচমকায়,
বাড়ি ফিরে গেলো সে ফেলে, মন আমার কাতরায়।
এই ধরণীর তরে মানুষ চেনা আজ বড়ই দায়,
যাকে ভাবি আপনজনা, সত্যিই সে যে আপন নয়!
আপনার সুখে দুখের সাথি আপনার সে’ই মন,
আপনার হাসিতে খুশিতে যেন বাঁচে আপন প্রাণ।