কলমে: রোজিনা খাতুন
মানবতা আজ কোথায় গেছে
বদলে গেছে রাষ্ট্র,
অন্যায় সহে রয়ে যাবো
এটাই কি শাস্র।
অন্যায় সহে অন্যায় করে
দোঁহে সম অপরাধি,
মাথা তুলে গর্জে ওঠো
সাথে আছে জাতী।
বদ্ধ ঘরে থাকব মোরা
কেমন হলো নিতী
যে ভাইয়েরা রক্ত দিলো
আমরা তাদের সাথী।
বেদনায় বিধুর মনটা আমার
দেশের জন্য পোড়ে
সবার জন্য শুভ কামনা
সমাজকে নতুন গড়ে।