কলমে: নুর ই আল শাহাত চৌধুরী
সত্যের পথ ভুলে গিয়ে
শক্তির কাছে পড়াজিত
কতজনে এই ভাবে
থাই পাওয়া লোভে
মাথা টোকায় তার পথতলে
দলে ভারি হলে
তার মধ্যে কোন বিভেগ
ঘৃনায় তখন মুখ ফিরায়
অবেহেলায় যখন মুখ ফিরায়
প্রতিবাদ তো তাকেই বলে
মিখ্যে এই সমাজে কত নিয়ম নীতি
জোর করে চাপিয়ে দিলে
কত রিদয় বিলিয়ে তলে
সমাজের মধ্যে মনি
রায় দেয় তার অনুকূলে
কিছু মনে তার এরিয়ে চলে
প্রতিবাদ তো তাকেই বলে।