কলমে: প্রিয়াংকা নিয়োগী।
নিজের জীবনের প্রতি হাত রেখে চাওয়া পাওয়া নিমেশে,
লড়াইয়ের হাল্কা চাদড় জড়িয়ে,
আকা পথে বাকে জীবন,
মোড় নেয় নতুন ভাবনা নতুন চাওয়াতে,
যেটা পেতে চেয়েছি সেটা পেলে মন ভরে,
না পেলে না পাওয়ার স্বাদ নিয়ে অভ্যস্ত হয় খুশিতে থাকার হাসিতে।
জুটে যদি সবকিছু তারপরবর্তী আশা থাকে আরও কিছু,
সখ পুরনের ক্ষিধে নিয়ে একটু আনন্দে জীবন কাটানোর জন্য তৈরী থাকে সময়পিছু।
প্রত্যাশা আছে বলেই শূন্য বনে কল্পনাতে ফুল ফোটে,
ঐ ফুলে গন্ধ মাখে জীবনে।
প্রত্যাশা আছে বলেই "মাপকাঠির দাম বাড়ে",
রামধনুর রঙ দেখেই মন পরিপূর্ণ হওয়ার খুশি মাপে।
সম্পর্ক ভালো-খারাপ সবই নির্ভর প্রত্যাশা পরিপূরণে!
নির্ভেজাল খামে যতকিছু আটে,
আটাতে চেষ্টা করা হয় প্রত্যাশা পূরণে।
প্রত্যাশা একটু ভালো থাকার,
প্রত্যাশা খুব ভালো থাকার,
প্রত্যাশা থাকুক নিজের কাছে নিজের দ্বারা,
সৎ ও আদর্শ উপায়ে নিজের ইচ্ছে বাস্তব চরিতার্থ করার।