কলমে:- শ্রী অলোক মণ্ডল
------------------------
প্রভাতের ছোট রবি হাসিমুখে ওঠে
শাখে শাখে ফুলকলি সব যেন ফোটে!
ডানা মেলে মধুকর আসে সব উড়ে,
প্রজাপতি অলি মিলে গায় মিঠে সুরে!
নদীবুকে জলরাশি করে টলমল,
কিচিমিচি পাখিডাকে করে কোলাহল!
বায়ু বয় পাতা নড়ে মিঠে লাগে ভারি,
অলি আর ফুল মিলে করে বুঝি আড়ি!
গেয়ে গান মাঝি ভাই দাড় বেয়ে চলে,
নদী মাঝি একসাথে কত কথা বলে!
মধুকর মধুখায় বসে ফুলে ফুলে,
ডালে ডালে পাখিসব নাচে হেলে দুলে!
রবির কিরণ লেগে করে চিক চিক,
আলো হয় গেল ভয় দেখি চারিদিক।।