কলমে: মহসিন আলম মুহিন
অন্ধকার রজনী কখন হবে ভোর,
সেকেন্ড-মিনিট-ঘন্টা থামে ঘড়ির দৌড়!
জীবনের স্পন্দন কখন যেন থামে,
ছুটাছুটির মাঝে পাইনা আলো-আঁধার শুধু নামে।।
সভ্যতা কই মানুষ গুলো হিংস্র কেন আজ,
এমন যুগেও যুদ্ধ চলে সাজে রণের সাজ!
কাজতো ছিলো সবার জন্য কাঁদবে সবার প্রাণ,
কই সে মায়া কই মমতা ছড়ায় বোমার ঘ্রান।।
কালো ধোঁয়া, কালো রাত্রি আগামীটাও কালো,
আসবে কখন কেমন করে জ্বলবে রবির আলো!
থাকবে মানুষ স্বপ্ন সুখে পাবে না আর আঘাত,
অমানিশা কেটে যাবে আসবে নতুন-"প্রভাত"।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং ০১৭১৬৯১৩৯৩৯