কলমে: মোছা: নাজমুন নাহার খান
প্রিয় খাদিজা তুমি যে আমার চোখের আলো
আমার কষ্টে বাবা মায়ের পর তোমার অবলম্বন,
তুমি কথা না বললে আমি থাকিনা
ভালো
তুমি দূরে যেতে চাইলে আমি তোমায় করবো বারন।
যতই আসুক সন্ধ্যা, কালো রাতের আধার
তোমার কিছু হলে আমি যাই যে ঝরে,
আমি তোমায় নিবো খুঁজে, তুমি যে পরিবার
তুমি অনলাইনে আমি থাকবো কি করে।
তোমার সাথে জানি নাই রক্তের কোনো টান
তবুও কেনো যেন তোমার কিছু হলে আমি থাকিনা ভালো,
তবুও তুমি হয়েছো জীবনের অর্ধেক প্রাণ
আমার কিছু হলে তুমি থাকো না ভালো।
এমন মায়া যে দেখিনি কখনো, দেখেছি ঝগড়া কত
তাই আল্লাহর কাছে লুকিয়ে প্রকাশে বলি আমি,
তবে কি তোমার আমার বন্ধুত্ব আল্লাহ প্রদত্ত
তোমার আমার বন্ধুত্ব যেন শেষ নিঃশাস পর্যন্ত রাখো তুমি।
বন্ধু হয়ে কষ্ট যদি দাও তুমি
অনেক ভেবে বলছি আমায় কষ্ট দিবেনা তুমি,
হারিয়ে ফেলবে আমায় তুমি
বোনের মতো ভালোবাসা পেয়ে আমি যে শুধু এটাই জানি।