কলমে: ইয়াকুব আলী তুহিন
নিঃশব্দ মঙ্গলপ্রদীপ আপনি,
জ্ঞান-আলোয় ভরেছেন যে জীবনভূমি।
আপনার মমতায় বড় হয় স্বপ্ন,
আপনি তো ভবিষ্যতের রূপকার, নির্মাণের গঠন।
আপনি শেখান পথ, আপনি দেখান আলো,
ভুলে গেলে পথ, আপনি করেন প্রতিফলন ভালো।
শক্তিতে আপনি বটবৃক্ষের ছায়া,
আপনি দিশারি হয়ে দেখান নতুন ধারা।
আপনার প্রতিটি কথা, প্রতিটি পাঠ,
আমাদের হৃদয়ে জ্বেলে দেয় নতুন আলোর বাতি।
আপনি যে শিক্ষক, জীবনের পাঠশালা,
আপনার কাছে আমরা, সবটুকু ভালোবাসায় বাঁধা।
তাই আজকের এই দিনে আপনাকে জানাই স্যালুট,
আপনি আছেন আমাদের জীবনের মুকুট।
আপনার দানে আমরা পেয়েছি যে পূর্ণতা,
শ্রদ্ধা আর ভালোবাসায় পূর্ণ হোক আপনার মর্যাদা।