কলমে: মোঃ মিনারুল ইসলাম
কেন প্রেমানলে ডুবেছি আমি?
মরেছি প্রেমের আগুনে পুড়ে,
ভিত্তিহীন এক প্রেম এসেছিল,
সত্যি যেন ক্ষুদ্র এই জীবনে।
অনৈতিক ভালোবাসার নেই মূল্য,
দেখেছি জীবনের খাতা খুলে,
প্রেমের অভাবে বড়ই হৃদয় শূন্য।
ক্ষুদ্র জীবনকে শূন্য রেখেছি,
হয়নি তো প্রেমের যে পরিপূর্ণ।
প্রেমানলে ডুবেই দেখেছি,
জীবন পুড়ে হৃদয় ঝলসানো।
কোথায় ছিল ভিত্তিহীন প্রেম,
চাইনি তো কখনো এমনো।
জীবন পুড়ে হয়েছিলেন ছাই,
আমি ছিলাম সত্যি অযোগ্য?
প্রেমানালে জ্বলে ছিন্নভিন্ন জীবন জীবনের পাতা ছিল বড়ই শুন্য।
ভিত্তিহীন এক প্রেম মূল্য দেয়নি,
প্রেম ছাড়া জীবন ছিল অসম্পূর্ণ।
শুদ্ধ রূপে সাজিয়ে রেখেছি প্রেম,
তবুও দেখি প্রেমের খাতা শূন্য।
প্রেম নামে পবিত্রতা হারিয়ে গেছে
জীবন খাতা অশান্তিতে পরিপূর্ণ কেন ডুবেছিল প্রেমের আগুনে, শান্তির ঘ্রাণ পায়নি পরিপূর্ণ।
বিশুদ্ধ প্রেম সাজাতে চেয়েছি,
শুধু প্রেমের আগুনে পুড়ে মরেছি।