কলমে: রোজিনা খাতুন
ভালবাসা কি অদ্ভুত না বলো?
তোমার জন্য নিজের সম্মান হারিয়েছি,
ছোট হয়েছি পরিবার স্বজনের কাছে,
মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে আমাকে,
অবশেষে তোমাকেই পেলাম না!
বেশি কষ্ট হয় কখন জানো?
যখন মনে হয় তুমি নিজেই তো আমার হলে না।
তুমি সাথে থাকলে আমি স্রোতের বিপরীতে চলতে পারতাম,
সারা পৃথিবীর সাথে লড়াই করে বেঁচে থাকতাম,
কিন্তু তুমি তো আমাকে চাওনি,
তোমার কাছে কিভাবে নিজকে সমাপন করি?
তবুও নিলজ্জের মতো ভিক্ষা চেয়েছি তোমার ভালবাসা,
ফিরিয়ে দিয়েছো তুমি শূন্য হাতে।
বাস্তবতা আজ আমাকে বদলে দিয়েছে,
বদলাতে বাধ্য করেছে তোমার অবহেলা, নিরবতা
আমার ভালবাসা ডুবিয়ে দিলে চোরাবালিতে,
নিষ্পাপ আবেগকে রাঙিয়ে দিলে কলঙ্কের কালিতে।
বিশ্বাস ছিলো অফুরন্ত ভালোবাসা ছিলো তোমার প্রতি,
সব তুচ্ছ করে করলে আমার শত ক্ষতি।
ঘরের বাহির করে তুমি করলে আমায় বনবাসি,
ভালবাসার অপরাধে আমায় পরিয়েছো প্রেমের ফাঁসি।