কলমে: মোঃ ইজাজ আহামেদ
মেঘের শাড়ি পরে বর্ষারাণী এসেছে,
মেঘের আঁচল টেনেছে আকাশ,
গাছে গাছে নৃত্য করছে বাতাস,
বৃষ্টিধারা অনবরত জানালায় উঁকি মারছে,
তৃষ্ণার্ত নদীর কণ্ঠে জল নেমেছে,
মেঘের আঁচলে সূর্য মুখ ঢেকেছে।
আকাশের সিঁড়ি বেয়ে বর্ষারাণীর হাত ধরে
অবিরত বারিধারা নামছে মুষলধারে,
যৌবন ফিরে পাওয়া নদীতে ভাসছে খেয়ানৌকা,
যৌবনের ঢেউ উতলে পড়ছে, প্লাবিত করছে এলাকা।
বাড়ি ডুবছে, ক্ষেত ডুবছে, ডুবছে দেশ,
মানুষ মরছে, মরছে গরু-ছাগল-মেষ।