কলমে: নজরুল ইসলাম
ফজলুল হক মোল্লা সাহেব,
প্রহরে প্রহরে মনে পড়ে আপনায়।
আপনি ছিলেন এক বিষ্ময়নেতা শ্রদ্ধাভাজন ব্যক্তি।জাতীয়তাবাদী দলের এক ধ্রুবতারা।
তৃনমুল পর্যায়ের কর্মীদের বলা,"কর্মীবান্ধব নেতা,বিএনপির এক নিরব যোদ্ধা"।
আপনি ছিলেন পথিকের পথ নির্মাতা,
শিক্ষার কান্ডারী, অসহায়ের সহায়, এতিমের আশ্রয়স্থল।আপাদমস্তক ছিল আপনার জনসেবায় ঘেরা; গড়েছেন শিক্ষা প্রাঙ্গণ, মসজিদ-মাদ্রাসা,কালভার্ট-বাড়িঘর ও সেতু।
জনতা বলতো আপনায় মানবসেবার গুরু।
আপনি ছিলেন বিএনপির নেতৃত্বের সংকট কালে অতন্দ্র প্রহরী, রাজপথের লড়াকু সৈনিক। পুরো দেশ যখন স্বৈরাচারের অন্যায়ের ঘাঁটি তখনই আপনি তার প্রতিবাদী।
আঁধারে আলোর নিশানা হাতে তুলেছিলেন ।উজ্জীবিত ছিলো জাতীয়তাবাদী কর্মী-জনতা।আপনারই সিংহের ন্যায় গর্জনে জেলখানায় লৌহ তালা ছিলো কম্পিত।স্বৈরাচারের আত্মা হতো দিশেহারা।
স্তব্ধ করে চলে গেলেন চক্ষুর অগোচরে। তবে রয়ে গেলেন জনতার হৃদয়ে।
আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন গণ মানুষের মন-নয়নে।