মা যখন হাসে,
আনন্দে আমার মন ভাসে।
মা যখন কাদে,
দুঃখে আমার চোখে জল আসে।
সুখের সাথী মা আমার
দুঃখের ভাগিও মা,
মা ছাড়া শুন্য জীবন
ভালো লাগে না।
বাবার মতো মাও একদিন
ফাঁকি দিয়ে যাবে,
একাই হয়তো থাকতে হবে
সুন্দর এই ভবে।
পাথরের সাথে হবে আমার বসবাস,
হাসিখুশি চলে যাবে,
দুঃখের হবে রাজ।।
দুঃখের রাজধানীতে আমি এক এতিম
যন্ত্রণা, কষ্ট, ব্যথীত মন,
থাকবেনা সেথায় কোনো আপন জন।।
হাহাকার, শুন্যতা সব কিছু পাবো,
শান্তনা, সুখ এদেরকে হারাবো।
হায়রে জীবন, কি হতে কি হলো
কলিজায় আঘাত নিয়ে
কিভাবে দিন কাটাবো?
ফেলে আসা স্মৃতি গুলো
ফিরে আসে বারবার,
শুধু যে চলে যায়
সে আসেনা আবার।