কলমে : এম এ লতিফ
ফাগুন ফুলে আগুন ঝরায়
ফুল বাগানের ফুলোবন
হয় উতলা সুবাস ছড়ায়
ফুলের গন্ধে প্রেমিক মন!
ডাকে কোকিল ফাগুন ফুলে
উদাস হাওয়ায় স্পর্শ সুখে
যায়রে ভুলে প্রেমিক মন,
কে নিবি তুই মনটা আমার
আয়রে ছুটে আয় এখন!
ফাগুন ফুলে আগুন ঝরায়
হয় উতলা পাগল মন,
একটি ফাগুন হারিয়ে গেলে
পাবে না ফিরে আর কখন,
জুটি বেঁধে ফাগুন হাওয়ায়
উতলা হয় প্রেমিক মন,
কে হবি তুই রাধা রাণী
কে হবি তুই কৃঞ্চকলি
এই ফাগুনে হারাবো মন!
ফাগুন ফুলে আগুন ঝরায়
সুবাসিত হয় ভূবণ,
জটলা বেঁধে আড্ডা মারে,
ফাগুন ফুলে স্পর্শ সুখে
উতলা হয় প্রেমিক মন!