কলমে: এম এ লতিফ
আমি ফাগুন এলে কুড়াইবো ফুল
গাঁথবো মালা ঐ ফুলে,
কি নিবে তুই ফুলের মালা
আয়না ছুটে আমার কাছে আয় চলে,
নানা রঙের ফুলের কলি
নানা রঙের ফুলের মালা,
কোন ফুলে যে মানায় ভালো
সেই ফুলেরি মালা পরাবো
মনটা তোর হবে উতলা!
আমি আশায় আছি আসবে ফাগুন
কুড়াবো ফুল জুঁই চামেলি টগর বকুল,
বইবে সেদিন দক্ষিণ হাওয়া
সেই ফুলেরি সুবাস ছড়িয়ে
ধরণীতল হবে উতলা,
আসলে তুই সেই ফাগুনে
নানা ফুলে নানা রঙে গাঁথবো মালা,
যে ফুলে তোকে মানাবে ভালো
সেই ফুলেরি মালা পরিয়ে
করবো শুরু নতুন দিনের পথচলা,
পাবো সুন্দর আলোর ভূবণ
ফিরে পাবো নতুন জীবন
মনটা মোদের হবে উতলা!