গ্রামের ছোট্ট ছেলে চয়ন মামার সঙ্গে গেল বিখ্যাত শহরে;
রঙিন টিভি-তে দেখা রঙিন শহরটি দেখার ইচ্ছা ছিল তার মনের গুপ্ত ডেরার কোণে;
হীরে কুচি হাসি মনে রঙিন শহর ঘুরে ঘুরে দেখলো সিনেমায় দেখানো সবকিছুই।
হঠাৎ তার নজরে গেল অর্ধমৃত ন্যাড়া গাছের দিকে;
তার তলায় পৃথিবীর কোলে কিছু ভাঙাহাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে;
মনে হচ্ছিল, কিছু ছোট প্রানী কিংবা পাখির হাড়।
তারই পাশে পড়ে আছে মৃত এক কাঠবেড়ালির ছানা;
কাঠবেড়ালির রুগ্ন দেহ থেকে মাংস ও চোখ খসে খসে পড়ছিল;
আর, কিছু পোকা, মাছি ও পিপড়ের দল গলে পড়া মাংস খুবলে খাচ্ছিল;
ডারউইনের লেখা দুটো লাইন তার মনে পড়লো;
তুলতুলে হৃদয়-প্রাসাদটা হঠাৎই যেন বেদনায় সমুদ্রে ভেসে গেলো।
সে বুঝল এই ফ্যাকাশে শহরে মানুষের বসতির জন্য বিশাল বিশাল অট্টালিকা রয়েছে,রয়েছে রাস্তাঘাট, রয়েছে অত্যাধুনিক যানবাহন আরও অনেককিছু.................;
নেই শুধু গাছপালা,নেই কোনো পশু-পাখি, নেই কোনো ছোট ছোট উপকারী কীট-পতঙ্গ,জলজ জীব জন্তু;
যা প্রকৃতির বাস্তুতন্ত্রের চক্রকে মজবুত করে প্রকৃতির সৌন্দর্যকে আরও রঙিন করে তুলত।