কলমে: আরিয়ান সাগর
যে সুখ মোর রয়েছে ঘোর,বকুলের প্রেম চিত্তে,
সুখে মাতোয়ারা দেখে আতোয়ারা,দুলেছে মন নৃত্যে।
শুনি যদি কোথা সুখ নেই সেথা,থাকিব আড়ি তার সাথে,
প্রভুর দুয়ার রেখেছে খোলা,সুখ দান দু'হাতে।
এ গায়ের সুখ, দুঃখের চাদর নয়, জমা ছিলো সেথা স্বর্গে,
পিতা মোর চেয়েছিলেন আড়াল রাখিবে, টেনে নিয়েছে তাই গর্ভে।
স্পর্শক কাঁদা, গায়ে ঢিলে জামা,যদিনা সুখ নেই ক্ষণিক,
কে নিবে না দ্বায়? প্রাকৃতিক
স্বায়, জানে দোয়েল শালিক।
আষাঢ়ে শ্রাবণ গৃহের চালে রহমতের বারিধারা,
গ্রীষ্মের কঠর ত্বক, কেড়ে নিতে চায় সুখ, দু'মুঠোর ভিখারি তারা।
ইরা,ইলা পুষ্কর মিশে যেয়ে
সরোবর, কি দারুণ শ্রবন টংকার।
মাঝি হেকে যায় ময়ূরীর নায়,সাঁঝে জেনো ভোরের ঝংকার।
সোনা ফলে সেরা গায়ের বক্ষে,বুক ফাটা দর সয়।
হাড় ভেঙে খাটে বাসিতের মাঠে, মালগুজারি কম নয়।
কুপি তেল জ্বলে ঢের আধাঁরে গাঁ নিরূপিত,
শ্রেষ্ঠের ডাক, মোরগের বাক,দোয়েলের শিষ শুনিতো।
শুনেছি যে গল্পে, দেখেনিতো সয়নে, কি করে অদৃশ্যে বলি?
রেখেছে যে কে? লাগিলো বেশ, ডাকিলো বকুলতলী।