কলমে:- শায়লা আহমেদ
বাবা মানে বটবৃক্ষ
বাবা মানে শীতল ছায়া,
বাবা মানে পরম শান্তি
বুকেতে সাহস পাওয়া!
বাবা মানে নতুন পোশাক
বাবা মানে একটু বাড়াবাড়ি,
বাবা মানে সুখের আবেশ
আনন্দে উথলে ওঠা বাড়ী।
বাবা মানে আঙুল ধরে
হাটতে শিখান যিনি!
বাবা মানে বায়না হাজারো
রোজই মিটান তিনি!
বাবা মানে শত শ্রদ্ধা
বাবা মানে শত শাসন,
বাবা মানে সেই জনা
যার কোলেতেই আসন!
বাবা হলেন বন্ধু যিনি
একটু আঘাত পেলে,
চোখ মুছিয়ে বলেন তিনি
দেখবে সে কোন ছেলে!
সেই বাবা-ই যায় যখন
তার সন্তানদের একা ফেলে!
সে সন্তানের জীবন অংক
আর কি কখনো মেলে?
বাবা মানে স্মৃতির কাব্য
বাবা মানে কষ্টের অবসান,
বাবা মানে নয় হতাশা
সকল দুঃখের পরিত্রাণ।
বাবা মানে আদর স্নেহ
বাবা মানে গল্পের ঝুড়ি,
বাবা মানে রঙিন স্বপ্ন
আপন আলয়ে ঘোরাঘুরি।
বাবা মানে শুধু প্রাপ্তি
বাবা মানে পরিপূর্ণতা,
বাবা মানে শুধু স্মৃতি
না-বলা হাজারো কথা।
বাবা মানে ঈমানি জীবন
বাবা মানে ন্যায় নীতি,
বাবা মানে সত্যের খোঁজ
বাবা মানে স্বীয় স্মৃতি।
বাবা মানে সুখের জোয়ার
বাবা মানে দুঃখ ভুলানো হাসি,
ফুরাবে না এ গল্পগাঁথা
যতদিন নিজেই না হচ্ছি কবর বাসি!