কবি: নোমান হাবীবী
বন্যার সময় জল আসে
বাড়িঘর যায় ডুবে,
অসহায় হয়ে পড়ে সবে
নিজ বাড়িঘর ছাড়ে।
জীবন বাঁচাতে বাড়ির ছাদে
কেউবা আশ্রয়কেন্দ্রে যায়,
বাড়িঘর যায় ভেসে পানির স্রোতে
তা দেখে অশ্রু ঝরে হায়।
ত্রান সামগ্রী নিয়ে মানুষ
বন্যার্তদের কাছে যায়,
চিড়ামুড়ি সাহায্য পেয়ে বন্যার্তরা
শান্তি খুঁজে পায়।
চোখের দৃষ্টি যায় যতদূর
পানি আর পানি,
মৃত ব্যক্তির জন্য কোথাও নেই
একটু মাটি।
বন্যার জলে ভাসছে লাশ
দেখে ভয় লাগে,
তবুও মানুষ অহংকার করে
দু’দিনের এ দুনিয়াতে।