কলমে: মহম্মদ সফিকুল ইসলাম
আকাশে বজ্রগর্ভ মেঘ
আর সমুদ্রের বুকে নিম্নচাপের শূন্যতা
ফিসন দিন রাত কতবার ক্রন্দনে ভেসেছে ভূমি
ষাঁড়াষাঁড়ি বানের উথাল বন্যায়
ঘরদোর,দালানকোঠা, মানুষ,প্রাণীর ইতিহাস
নদী হজম করে ভূমি, বৃক্ষলতা, ভিটেমাটি ;
তলিয়ে যায় ভরা শস্যখেত।
অসহায় মা ঈশ্বরের নামে মানত রেখে
ভেলায় ভাসায় শিশু
মুখ চুম্বন করে।
জলের উপরে মাচা
বানভাসি ক্ষুধার্ত মানুষ
শ্রেণিহীন সকলের ক্লান্ত বিধ্বস্ত দেহ
বিষধর কীটের সাথে দিন যাপন।
মজা নদী
খাল নেই
মানুষের লালসায় যত্র তত্র বাঁধ
শাসক পাল্টায়
অক্ষয় ট্রাডিশন
বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা রাজার প্লেনে ওড়ে
মৃত্যুপুরী উৎসব করে মানুষের মৃত্যুর আশায়।