কলমে: প্রনব চক্রবর্তী
ভোলা, ফেনি আর সুনামগঞ্জ জেলায়
বন্যা দেখা দিলো,
ধনী গরিব সবার মুখের
হাসি উড়ে গেলো।
রাস্তাঘাট আর বসতভিটার
পানির নিচে ঠাঁই,
দুর্বিপাকে লাখো মানুষ
যাওয়ার জায়গা নাই।
কত শত প্রানী প্রান হারালো হিসাব কি আর আছে…
খাবার কিছু নেই ঘরেতে
দুর্বিসহ দিন যায়
অবুঝ শিশু ক্ষুধার জ্বালা ঝরছে নয়ন জলে,
মা জননী কি করবে দিশা নাহি মেলে।
উজান থেকে নামছে স্রোত
বাড়ছে জলে চাপ,
বাঁধ ভেঙ্গে জল ঢুকে
ওরে বাপ রে বাপ।
মাঠের পর মাঠ ডুবে যায়
ঘরে ঢুকে জল,
কৃষক তাই অসহায় মত
ঝরাছে চোখের জল।
সোনার ধানে ভরবে গোলা
ছিলো মুখে হাসি,
মুখের খাবার কেড়ে নিলো
বন্যা সর্বনাশী।
আমাদের দোষে আমরা মরছি বুঝতে নাহি পারি,
নদ-নদীকে ভরাট করে করছি আমরা গ্রাস।
তাই তো আমাদের সময় থাকতে কাজে দিতে হবে মন,
নদ-নদীকে রক্ষা করা হোক না আমাদের পন।।
বি:দ্র: কবিতাটিতে যদি ভূল ত্রুটি থাকলে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।