খিদে পেলে মানুষ খায় খাদ্য,
অভ্যাসের দাস বদলায় তার ভাগ্য।
রুচি অনুযায়ী চেষ্টা চলে,
যার গতি যেদিক পানে।
পছন্দ নিজের হাতে,
কাজ হয় যা মন বলে।
সকল কাজের দিক যেদিক তুমি ভাবো,
ওদিকেই অগ্রসর তা তুমি জানো।
নিজেকে হিরো করতে গিয়ে,
ভুল ঠিকের ধার না ধেরে,
যা ইচ্ছের নামে স্বৈরাচারী হয়ে,
খারাপ কাজে মাতাল হয়ে,
বর্বোরোচিতর উদাহরণ হয়ে,
মুখে হাসি কোন লজ্জাতে!
এটাই কি শ্রেয়!
বর্বরতায় আরেকজনকে জালো
পাপ কাজ করে নিজেকে মহান ভাবো।
কোন শিক্ষায় আছে অন্যের ক্ষতি!
পুঁথিগত বিদ্যার আগেও নৈতিক শিক্ষা লালন জরুরী।
বীর যদি ভাবো নিজেকে,
করো মহান কাজ।
আগে যেনে নাও কোনটা কিসের ধাচ।