নীল আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে,
সারাদিন সারারাত অবিশ্রান্ত বৃষ্টি
মেঘের গর্জনে আকাশে বিদ্যুতের চমকানি,
লজ্জায় লাল অস্তায়মান সূর্যটার দিকে ফেরানো যায়না দৃষ্টি।
দূর্যোগপূর্ণ শ্রাবনে, গ্রামান্তের পথ নির্জন
প্রকৃতির কোল জুড়ে বিষন্নতা
বৃষ্টিধৌত নীলাকাশে চারিদিকে অপূর্ব নিস্তবতা।
কোথাও আবার ধ্বনিত হচ্ছে প্রিয়জন হারানোর আর্তনাদ,
বেদনায় অর্ন্তলীন বর্ষিত হচ্ছে চোখের জল!
প্রকৃতির এমন বেদনাবিধুর বিষন্নবেলায় চারিদিকে তীব্র আর্ত হাহাকার।
বনে বনে, গ্রামে গ্রামে, নদীর কূলে কূলে পরিপূর্ণ হয়েছে শ্রাবণের জলে।
পথের পাশে ডোবার ধারে ব্যাঙের হৃদয় ব্যথিত সংগীত,
ব্যাঙেরা বুঝি তাদের সংগীতে দিয়ে যায় বৃষ্টির ইঙ্গিত।
বৃক্ষের শাখা- প্রশাখায় পত্র পল্লবে খ্যাপা নাচন আর উদ্যম মাতামাতি,
প্রকৃতিতে নটরাজের দুর্বার প্রলয়নৃত্য।
বৃষ্টির দ্রুতলয়ে ঝমঝম শব্দ,
মেঘের গতিময় প্রবাহ আমার সুপ্ত অনুভূতিকে জাগিয়ে তোলে।
কাব্যিক দ্যোতনা সুরের মূর্ছনার সৃষ্টি করে কাব্যিক বাতাস,
বর্ষার অমৃত স্পর্শে প্রাণভরা তৃপ্তির উল্লাস।
অনুভবের আস্বাদ বুকে প্রসন্নতার টেউ,
প্রকৃতির শান্ত স্নিগ্ধ কোমল স্পর্শ
আমার একাকিত্বের যুগল মূহুর্ত।
বর্ষণসিক্ত মিশ্র অনুভূতিময় বর্ষণমুখর দিন।
ইতিহাসের পাতায় স্মরণীয় চিরদিন।