কলমে:- কামরুন নেসা লাভলী
নব বরষা গোপন ও অভিসারের
আজ ভাঙ্গিল লাজ --
আষাঢ়ের প্রথম বৃষ্টিতে
ভেজাই অঙ্গ রূপ,
বিরহী তপস্বীনি ভালোবাসার
উত্তাপে তৃষ্ণার্ত হৃদয়ে
চেয়েছিল করিতে পান
সূধা অমৃতের
হৃদয় আজ অগ্নিবর্ষার দাবানলে
পুড়ে হলো ছাই,
মুছিল মেহেদীর রং, ভাঙিল মন
ওগো বরিষণ তোর ধারাপাতে
শোধন হয় অঙ্গের বসন।
মন সে-কি ভেজে ?
খাঁ - খাঁ বিরান মন
উত্তপ্ত হয়ে রয় নীলাভ বেদনায়
শ্রাবনের বুক থেকে বিষাদের
ঝরাপাতা ঝড়ে নিঃশব্দে
আলো - আঁধারীর স্তুপাকারে
বর্ষার জলে হৃদয়ের সরোবরে
ফোঁটে ব্যাথা নীল পদ্ম।
সন্ধ্যা মেঘের আকাশে
ঢেকে যাওয়া চাঁদের
পূর্ণতা খুঁজে ফিরি সপ্নীল
প্রিয়তমর দূর্লভ উষ্ণ অভিলাষে
কদম,কামিনী, কেয়ার গন্ধে
মন হয়ে ওঠে দুর্দান্ত মাতাল।
ওগো বরিষণ, তোমাতে প্রিয়ামন
বড়ই উত্তাল, বিক্ষুব্ধ চঞ্চল।
ওগো শ্রাবন, তোর শীতলতা
তেমন-ই নিরুত্তাপ আগুন।।