কলমে: প্রিয়াংকা নিয়োগী।
বলার প্রয়োজনে মুখ চালাতে হবে,
বলতে পারলেই হয় অনেকে খুশি,
কেউ শুনতে।
যেখানে যতটুকু বলা দরকার
ঠিক ততটাই কথা খরচ ভালো,
নইলে তুমি বাচাল জেন।
বুঝে-শুনে উত্তর করলে,
হলে স্মার্ট,
নয়ত হবে পরিহাস।
মিছে কারণে কর্কশ ভাষা ব্যাবহার ঠিক নয়,
ভালো বলতে হবে,
ভালো চলতে হবে,
সুন্দর কথা ও কর্মের দ্বারা,
সুন্দর ভুবন গড়তে হবে।