কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
জীবনটা আমার বড় ফাঁকা
চলে না জীবন একা-একা,
একা, আমি বড়ই একা
আলো হীন ক্ষপায় খেয়েছি ধোঁকা!
জীবনের যে গল্পটা দু'জন করে ছিলাম শুরু
মেঘলা রাতে ডেকে ছিল নীরদ গুরু গুরু,
গাছের ঈগল ঝাপটে ছিল ডানা
করে ছিলো বার-বার মানা!
শুনলে না পাগল মন
ভালোবাসায় পেলো সাত রাজার ধন!
প্রণয় বঢ়শি গেথে সফটিকপ্রভ হৃদয়
জানি না সে আজ কার বুকে ঘুমায়?
সব ভালোবাসার কি শ্মশানে শেষ
লাশ আমি, নির্জন রাতে কবরে প্রবেশ!
শুকনা পাতাবিহীন দন্ডায়মান উর্বীরূহ আজ
সৌদামিনীর আঘাতের ক্ষিতিজে, আবার পড়বে বাজ!
ধূপের মত পুড়ে ছড়ালাম গন্ধ
এত পায়েল নূপুর পরিয়ে ও দিলো না ছন্দ,
নির্মক্ষিক নিরব নিথর দেহটা বড় নিঃসঙ্গ নির্জন বাসী
দেহ মন হৃদয় অন্তর চেতন একলাটি, কেউ নেই এসে বলে ভালোবাসি!