কলমে: মোঃ আব্দুল রহমান
চারিদিকে বেড়াজাল পদে পদে শেকল
বলো হাঁটি তবে কিভাবে,
দিকে দিকে জঞ্জাল ভয়ে ডরি অনর্গল
এই বুঝি প্রাণ কাড়ে সবে।
ভয়ে বুক দুরুদুরু পথে ঘাটে হল শুরু
নিরাপদে চলাফেরা বড় দায়,
অসুরের ঐ দলবল নিশ্চুপে দেয় টহল
কেঁপে কেঁপে ওঠে ঐ হৃদয়।
নারী আজ অসহায় কাঁদে মন চেতনায়
আর কত সইবে সে যন্ত্রণা,
স্বাধীনতা হীনতায় ধুকেধুকে প্রাণ যায়
পাবে কবে বলো সে সান্ত্বনা!
হে মহিষাসুমর্দিনী দাও হৃদে শক্তিধ্বনী
চাইনে বাঁচতে দাসত্ব শৃঙ্খলায়,
সুসজ্জিত অস্ত্রে রাঙিয়ে দাও মন্ত্রে
আজ চিরতরে করি অসুর বিদায়!