কলমে: ইয়াকুব আলী তুহিন
ভাত দিলি, তবে কেনো মারলি?
এমন কোথাও কি হয়?
মানুষ হয়ে হিংস্র হলি,
মনুষ্যত্ব কি রয়?
তোমার শিক্ষা, নীতি কোথায়?
কোথায় তোমার বোধ?
দয়ার বদলে নির্মমতা,
ভাঙলে সব প্রতিরোধ।
পথে বসে কেঁদে কয়,
আমি কি তোর শত্রু ভাই?
মরণ দিলি, বাঁচার আগে,
কিছুটা কি দয়া নাই?
পাপের বোঝা বাড়ছে তবু,
সবাই এক রবেরি সৃষ্টি,
ক্ষমা নাই, ফাঁসি চাই,
এই পৃথিবী হবে বিশুদ্ধ।
দয়াহীনতার এই অন্ধকারে,
খুঁজছি একটু আলো,
মানুষ হয়ে উঠুক মানুষ,
লাগবে ভীষণ ভালো।
অবসান হোক নির্মমতার,
আসুক প্রেমের সূর্য,
এ বিশ্বে সবরকম প্রাণী,
গড়ুক শান্তির দুর্গ।