কলমে: রোজিনা খাতুন
আকাশ ভরা লক্ষ তাঁরা
বাগান জোড়া ফুল,
বনের মাঝে লুকিয়ে আছে
মায়ের কানের দুল।
সাগর ভরা মনি মুক্তা
ঝর্ণার আছে ঝলক,
পাহাড়ের মাঝে লুকিয়ে আছে
মায়ের সোনার নোলক।
রাত ভরা জোনাকির মেলা
চাঁদের অহংকার,
দিনের মাঝে লুকিয়ে আছে
মায়ের গলার হার।
বাতাস ভরা স্বপ্ন ছড়া
পাখির কন্ঠ মধুর,
পথের মাঝেই লুকিয়ে আছে
মায়ের পায়ের ঘুঙুর।
মাঠ ভরা সোনালী ফসল
গোলা ভরা ধান,
রাখালের সুরেই লুকিয়ে আছে
মায়ের মুখের গান।
নদী ভরা ঢেউয়ের খেলা
মাঝির পারাপার,
নৌকার মাঝেই লুকিয়ে আছে
মায়ের জীবন সংসার।
ঘর ভরা মায়ার মেলা
সন্তানই তার আপন,
উঠানের মাঝেই লুকিয়ে আছে
মায়ের হাতের কাঁকন।
প্রাণ ভরা ভালবাসা
আছে ছোট্ট গাঁ,
সবুজের মাঝেই লুকিয়ে আছে
বাংলা আমার মা।