কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।।
আমি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই
তুমি সরকার, বেশী কিছু চাওয়া পাওয়ার নাই!
যে সরকার জনগণের জীবনের নিশ্চয়তা দিতে পারে না
যে প্রশাসন নিয়ন্ত্রণহীন বিশ্ববিদ্যালয়ের হায়ানা
পারে না প্রতিবন্ধী "তোফাজ্জল" কে বাঁচাতে
কোন অধিকার নাই সতেরো কোটি বাঙালি তার নাচাতে!
মিথ্যা ভূয়া শ্লোগানে ক্ষমতায় আসা যায়
দেশ টাকে বিশ্ব মানে চালানো সহজ নয়!
অপরিনামদর্শী দুর্নীতি প্রশ্রয় দানকারী হটায়ে
অনভিজ্ঞ ভাষা জ্ঞানহীন কিছু পরিষদ জোটায়ে,
দেশকে নিচ্ছ তোমরা রসাতলে দিন দিন
শুধিতে হবে জাতির কাছে, একদিন এ ঋণ!
কেউই পায়নি ক্ষমা, পিনাচোট কুইন মেরি ইদিআমিন ভুট্টা জগৎ শেঠ
বিধাতা করেন না ক্ষমা, পাপে যাদের মোটা পেট,
তুমি বাংলা ছাড়ো, যদি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে না পারো!
সভ্য দ্রাবিড় থেকে আগত বাঙালি জাতি নিরাপত্তাহীনতায় জরজর!
যদি বাঙালি জাতি কে নিশ্চিহ্ন করা হয় তোমার কাম
হয়নি সফল, আফগান তুর্কী পর্তুগিজ বর্গী মুগল ইংরেজ পাকিস্তান!
এ জাতি করেছে বহু জাতি শাসন, দিয়েছে
সঙ্গ এদেশের কিছু বেঈমান
হয়নি আলাদা, পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান!
জ্বলছে বাজার উচ্চমূল্যের আগুনে
তুমি নীরো, বাজাচ্ছ বাশি, যেন বসন্ত ফাগুনে
চাই বিদ্যুৎ গ্যাস পানির নিরবচ্ছিন্ন সরবরাহ
লোডশেডিং, গ্যাসের অভাব, কষ্টে মানুষ অহরহ!
রপ্তানি বাজার হাত ছাড়া হচ্ছে, যাচ্ছে চীন ভারতের দখলে
একই কুমির ছানা বার-বার তুলে, কতবারই তুমি দেখালে!
কেউ আসবে না বাঁচাতে তোমায়, চীন ভারত মার্কিন রাশিয়া
যেদিন বাঙালি জাতি অতিষ্ঠ হয়ে বাঁধবে তোমায় কষিয়া!
বিশ্ব রেসের বাংলা এখোনও, পঙ্গু করোনা তাকে
আজ-ও ভালোবাসে সতেরো কোটি বাঙালি, তার বাংলা মা'কে!