কলমে:- এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
ভুলে যেওনা প্রতিবেশী রাষ্ট্র
ভারতীয় বন্ধুরা,
অস্ত্র-বিহীন যুদ্ধ করে
তরুণ প্রজন্ম যারা।
আমরা লড়তে জানি বীরের বেশে
মরতে জানি বুক পেতে,
জীবন বাজি রাখতে জানি
দেশটাকে বাঁচাতে।
বন্ধু তোমাদের ভাবি মোরা
তোমরা ভাবো গোলাম,
সব গোলামীর জিঞ্জির ভেঙ্গে
স্বাধীনতা মোরা পেলাম।
সেই স্বাধীনতাকে রক্ষা করতে
করবো লড়াই আবার,
করছি হুশিয়ার হয়ে যাও সাবধান
ভিনদেশী তাবেদার।
বাঙ্গালিকে তোমরা করেছো চ্যালেঞ্জ
একাত্তরের কথা বলে,
সেভেন সিস্টারের কথা তোমরা
কেমন করে গেলে ভুলে।
তোমরা ভুলে গেছো সেভেন সিস্টার
আমরা ভুলিনি একাত্তর,
বাঙালি মোরা ভুলি না ইতিহাস
মনে রাখি যুগ-যুগান্তর।
ব্রিটিশ থেকে চব্বিশ পর্যন্ত
তোমরা করেছো মোদের শোষণ,
তোমাদের বিরুদ্ধে যদি বাঙ্গালি
হবেই তোমাদের পতন।