একরামুল হক দীপু
আকাশ চাইলে দিতে পারি
উঠানে ঠাঁই নাই
জলবন্দি হয়ে আছি
আশ্রয় কোথায় পাই।
সপ্তাহ জুড়ে অনাহারে
লাগছে ভীষণ ক্লান্ত
ঘর দোর সব ভেসে যাবে
কেউ কি আগে জানতো ।
হঠাৎ আসা পানির তোড়ে
এতো দিনের সংসার
ভেসে গেছে এক নিমেষে
কিছু বাকি নেই আর।
জমি জিরাত ক্ষেতের ফসল
সব গিয়েছে ভেসে
হাঁস মুরগি গরু ছাগল
মাছ ভেসেছে শেষে।
কারো গেছে কোলের শিশু
কোথাও বৃদ্ধ বাবা মা
এমন ক্ষতি হয় না পূরন
কারো নেই আর ঠিকানা।
এগিয়ে আসছে দেশের মানুষ
জেগে উঠেছে মানবতা
জীবন বাজি রেখে কেহ
করছে ত্রান ও উদ্ধার তৎপরতা।