কলমে: রাজেন্দ্র কুমার মণ্ডল
দুই অক্ষর মিলে গেলে বাবা শব্দ হয়,
এই শব্দের মাহাত্ম্য সবার জানা নাই।
চলতে গিয়ে হোচট খেয়ে পড়বে যখন মাটিতে,
হাতটি ধরে তোলার জন্য থাকবে শুধু তিনিই যে।
থাকবেনা কোনো বন্ধু তখন চলতে হবে একা,
দেখবে তখন বাবা-মা ছাড়া সবকিছুই যেনো ফাঁকা।
আধপেটা থেকে যে মানুষটি তোমায় খাওয়ালো,
তিনিই হলেন সব পরিবারের মিটমিটে সেই আলো।
তোমার হাতে হাত রেখে যে তোমায় চলা শেখালো,
তুমি অবুঝ তারই জন্য খুঁজছো দিন ভালো।
বাবাকে ভালোবাসার জন্য লাগেনা ভালো দিন,
প্রতিটা দিন পিতৃ দিবস এটাই জেনে নিন।
থাকো তুমি এসি ঘরে ঠান্ডা হাওয়ার মাঝে,
বাবা নামক অক্ষর দুটি সারাবছর থাকে কাজে।।