রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

কবিতা: বাবুই পাখি – কলমে: শেখ আশরাফ

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

অলস দুপুরে বসেছিলাম কংক্রিটের বারান্দায়,
অজান্তেই চোখ চলে গিয়েছিলো নারকেল গাছটার মাথায়,
দুটি বাবুইপাখি আপনমনে বুনছিলো দোসরের বাসর ;
এতো আদর আর ভালোবাসা দিয়ে বাসা বানাতে দেখি নাই কাউকে!
এতো নিখুঁত নকশা!
এতো নিখুঁত পরিবেশ অনুকূল সৃষ্টি!

কোনো কবিও হয়তো ওদের মতো বানাতে পারে না নিটোল শব্দের সংসার!
অথচ ওদের কোনো পাঠশালা নাই,
ওদের নাই কোনো বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়;
ওদেরতো নাই কোনো অতি আধুনিক চারুকলার বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান!
তবুও ওরা সর্বোত্তম সৃষ্টির স্রষ্টা।

ওদের মতোই রোদ বৃষ্টি আর আলো আকাশের দেউড়িতে আঁকে বাহারি সাত রঙের আলপনা,
ওদের মতোই ভাদ্রের বৃষ্টি কচুপাতায় বোনে বিন্দু বিন্দু বৃষ্টিকাঁথা ;
ওদের মতোই খোলামকুচি জলের বুকে জলচুড়ি আঁকতে আঁকতে দৌড়ায় পশ্চিমপাড়,
কেবল মানুষই হতে পারলো না বাবুইপাখি, আলো বা খোলামকুচি।

সন্ধ্যা নেমে এলো তুলসীতলায়…
নবম শ্রেণির কিশোরী কাঞ্চনবালা জ্বলন্ত প্রদীপ হাতে গেলো মাটির উঠোনে,
আমি বাবুইয়ের কাছে পরাজয় স্বীকার করে নেমে এলাম ইঁট, বালি আর পাথরের সভ্যতায়।

THE WEAVER BIRD
SK ASRAF

466 WEAVER BIRD S K ASRAF MANUSCRIPT 15 SEPTEMBER 2024

I sat on the concrete balcony in the lazy afternoon,
Unknowingly, the eyes went to the head of the coconut tree silently,
Two weaver birds were weaving a philanthropic nest with their hearts;
I have never seen anyone build a home with so much love and affection!
Such a perfect design!
Create such a perfect environment friendly cottage !

No poet can make a world of chubby words like them!
But they don’t have a training school!
They have no schools, colleges or universities;
They do not have a world-renowned institution of modern art!
Yet they are the creators of the best creations.

Just like them, the sun, rain and light paint the seven-colored rainbow in the sky,
Like them, the rain of autumn weaves dots of raindrops on the arum leaves;
Just like them, brittle of mud pot runs in the western shore to draw water bangles in the open water,
Only humans could not be the Weaver’s bird, Light or Brittle of mud pot.

Dusk came to the altar of Tulsi…
Golden complexioned, a nineth grade girl, went to the clay yard with a burning lamp,
I conceded defeat to the bird and descended into the civilization of bricks, sand and stone.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102