হাজী জয়নাল মুন্সী, সাটুরিয়া, মানিকগঞ্জ ,বাংলাদেশ।
বালিয়াটির সিংহ তুমি, কত তোমার রূপ
কত লোকে দেখতে আসে থাকো তুমি চুপ।
বাঘ সিংহ যাহা তুমি ,তোমায় করে ভয়
তোমায় দেখতে আসে যখন সবাই কথা কয়।
শুধু তুমি একা থাকো, হাঁ করে দাড়াইয়া
পশু পাখি মানুষ তুমি, খাওনা কেন ধরিয়া।
ক্ষুধার জ্বালা তোমার পেটে, হয় না কি কখন
হ্যাঁ করিয়ে রইছ কেনো, তাই বলো এখন।
সিংহ বলে আমায় গড়ছে, মানুষ নামে যারা
এই কারণে চুপ করিয়া, রইছি হয়ে খাড়া।
আমায় যদি সৃষ্টিকর্তা, করতো জীবন দান
আমার ভয়ে সব পালাতো, বালিয়াটির এই গ্রাম।
আমরা কিন্তু চারটি ভাইয়ে রইছি দাড়াইয়ে
শুধু দেখে দর্শকেরা যাই খুশি হইয়ে।
কত ভদ্র আমরা সিংহ, সবাই মুখে বলে
প্রানটি মোদের নাই যে বলে, যায় যে সবাই চলে।
যাবে সবাই বলবে তাদের তারাও যেন আসে
আমরা সিংহ সবাই দেখে খিল খিলিয়ে হাসে।