কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
মানুষ যা চায়, যাকে চায়
তা পাওয়ার সামর্থ্য কি তার থাকে?
কত চাওয়া পাওয়া ইচ্ছে
হারিয়ে যায় জীবন বাঁকে!
জোর করে যায় কি কারো ভালবাসা পাওয়া
অন্যের ছবি আকা যার বুকে,
সহস্র বছর তাকে নিয়ে বেঁচে কি লাভ
ঘন্টা মিনিট যায় কি কভু সুখে ?
মনের মিল ছাড়া
বেঁধে এক ঘর,
দুই মোহনায় দু'জনের মন
উড়ায় চালা রোজ, কালবৈশাখী ঝড়!
কেউ যদি যেতে চায়
রেখো না ধরে,
তাকে যেতে দাও খুলে হৃদয় পিঞ্জর
নিজে চলে যাও দূরে!
বিধাতার নিয়মে চলে ভাগ্য চাকা
আমাকে ছেড়ে যদি সুখ কেউ পায়, জ
অন্যের স্মৃতি বয়ে এসো না তুমি
হে প্রিয়, তোমাকে বিনম্র বিদায়!