কলমে : শুভ্র দেবনাথ
বিধির লিখন যায়না মুছা,
এই ভব সংসারে।
যার কপালে যা লিখে বিধি,
তাই ঘটে অক্ষরে অক্ষরে।
বিধির লিখন মন্দ হলেও,
হয় যে মেনে নিতে।
বিধির লিখন অনুযায়ী,
কেউ হারে, কেউ জিতে।
বিধির লিখন জন্ম থেকেই,
সবাই বয়ে চলে।
বিধির লিখন অনুসারেই,
কেউ রাজা, কেউ জেলে।
ভাগ্য লিখার কলম বিধি,
রাখেন নিজের হাতে।
কারও ভাগ্যের হয়না মিল তাই,
কভু কারও সাথে।
বিধির লিখার খাতার পাতা,
হয়না কভু শেষ।
কার কপালে কি প্রয়োজন,
বিধিই জানেন বেশ।