কলমে: রোজিনা খাতুন
প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এক একটা দিনের পরিসমাপ্তি ঘটে। কিন্তু ঐ চাঁদ জানে একা রাত জাগা কত কষ্ট যেখানে পৃথিবী ঘুমিয়ে থাকে।বিশ্বাস করো আমি ও ঐ চাঁদের মতোই একা তুমিহীনা শূন্য হৃদয় জেগে থাকি তোমারি আশায়। তুমি তো বলেছিলে আমি নাকি চাঁদের পাশের ছোট্ট একটা তারা।তুমি তো আগে রোজ রাতে আকাশের দিকে তাকিয়ে তারাটা দেখতে।
আচ্ছা আজও কি আমাকে মনে করে আকাশের দিকে তাকাও নাকি সময় নেই?আমি কিন্তু রোজ রাতে সময় করে আকাশের দিকে তাকিয়ে চাঁদের পাশের ছোট্ট তারাটার সাথে কথা বলি চিৎকার করে বলি তোমাকে খুব মনে পড়ছে কথা বলতে ইচ্ছে করছে তোমার মায়াবী মুখটা ছুঁতে ইচ্ছে করছে।বিশ্বাস করো প্রিয়তম বিনি সুতোর টানে আমৃত্যু আমি তোমারই অভাবে গুমরে গুমরে মরবো।তবুও বলবো তুমি ভালো থেকো।