কলমে:- দেবিকা রানী হালদার।
যতো প্রাণ তোমার কাঁদে
জীবন বিলিয়ে দাও পড়ো প্রেমের ফাঁদে,
মধুমতী পদ্মার স্রোত যত যাক বয়ে
কারো হৃদয়ে তোমার স্মৃতি আজীবন যাবে না রয়ে?
তুমি মানবিক মানুষ হয়ে ভালোবাসো
জীবনের শেষ মুহূর্তে ও তাকে নিয়ে হাসো,
বিশ্বাস আর মঙ্গল চাওয়া ভালো বাসার নাম
এক আত্মা দু'টো দেহ এক ঘরে সীতা রাম !
জীবন তিলে তিলে হয় ক্ষয়
ভালো বাসার নামে ছলনায়,
সৃষ্টিকর্তাকে হাজির নাজির জেনে
দু'জন দু'জনারে নাও মেনে!
নেমে আসবে স্বর্গ দু'টো মনে
সুখের ফোয়ারায় ভাসবে একই সনে,
কাছে কিম্বা দূরে ভালো বাসার নয় বাঁধা
যেমন কৃষ্ণ কে ভালোবেসে ছিলো রাধা!
কত আত্মা ঝরে গেলো ভালো বাসায় ঘুণ পোকা
অবিশ্বাস আর অহংকারে দু'জনেই খেলো ধোঁকা,
ভালোবাসায় থাকে না, হয়তো কোন খাদ
অবিশ্বাসের দোলাচালে মিথ্যে অপবাদ,
মান-অভিমান দু'জনার জীবন শেষ
দু'দিন আগে ও দুজনাই ছিলো বেশ,
আকস্মিক, নরক থেকে এসে ভুলের দেবতা
ভেঙে দিলো ভালোবাসার সব নৈতিকতা --
ভেঙ্গে পড়লো বিশ্বাসের সব কয়টা ওয়াল
খুলে গেলো অবিশ্বাসের সব কয়টা আগল!