আমরা বীর ভক্ত ঝড়াই রক্ত
করিনা কভু ডর,
ন্যায় অধিকার চাইতে গিয়ে
এসেছে কত ঝড়।
বুক পেতেছি ঝড়াও রক্ত
গুলি কর মোর বুকে,
ন্যায়ের জন্য মরতে পারি
যেন হাসি মুখে।
সর্বদায় চাই ন্যায় অধিকার
জনগণের জন্য,
ন্যায়ের তরে প্রাণ দিয়ে
তবেই হব ধন্য।
তাজা রক্ত ঝড়ুক দেশে
ফুটুক পদ্ম ফুল,
রক্তে লাল মানচিত্র দেখে
ভাঙুগ মনের ভুল।
আমার অকাল মৃত্যু দেখে
ফেলনা চোখের জল,
জীবন দিয়ে করব লড়াই
থাকতে গায়ের বল।