কলমে: মোঃ জামাল হোসেন
বৃষ্টি তোমার ভীষণ প্রিয়,
তাই আকাশ জুড়ে মেঘে করেছে খেলা
মুষলধারে বৃষ্টি হবো আমি সারাবেলা।
দক্ষিণের জানালাটি খুলে দেখো তুমি
বাগান বিলাসী চামেলী পাখিদের দুষ্টুমি।
টুনটুনি নেচে গেয়ে পাতার আড়ালে
তাল তুলে লেজ নাড়ে রঙ্গনের ডালে।
প্রজাপতি আর ফড়িংয়ের ওড়াউড়ি
ফুলে ফুলে বনে বর্ণিল নৃত্য ছড়াছড়ি।
মেঘনার ডেউ যেনো উঠেছে কাশবনে,
মহিষ গরু ছুটে সব গোয়ালের পানে।
এক্ষুনি আমি ঝরে পড়বো তুমুল জোরে
মেঘের আলোর ঝলকে রিমঝিম শব্দে,
তোমার রাঙ্গা নুপুরের ঝুমুর ঝুমুর ছন্দে।
তোমার বাদামী খোপার বাঁধন ছেড়ে
মেহেদী রাঙ্গা হাত দুটি দিও আবেগে,
একটুখানি ছুয়ে দেখো তুমি অভিসারে
শিহরিত হবে তুমি প্রেমের অনুরাগে।
বৃষ্টি তোমার ভীষণ প্রিয়
তাই আজ বৃষ্টি হবো আমি সারাবেলা।