কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
মাঝেমধ্যেই মনে হয় আমি বাসিন্দা এক ‘মৃত্যুের আলয়’
এ নেকরোপলিসের চৌহদ্দি নির্গমন পথ ও গবাক্ষ বিহীন নিলয়!
মার্গের নিথর লাশ হয়ে পড়ে আছি ক’বছর কমাস
কেউ আসে নাই ডেড হাউস বিল মিটিয়ে আমায় করতে খালাস!
নিষন্ন নিশ্চল পড়ে আছি নিষুপ্ত মানুষের সাথ
বিবশ বিবসন দেহ খান পড়েছিলো শব হয়ে বিবরে রেখে হাত!
পৃথিবী নামক গ্রহটা মৃত্যুপুরী এক মহা শ্মশান
যেতে চায় না কেহ অথচ যেতে হয় স্বর্ন সিংহাসনে যে পেতেছে আসন!
এ গ্রহটা আজ ভন্ডদের বাকচাতুর্যের স্হান
কেউ মনে রাখে না ভণ্ডামির মুখোশ খুলে করতে হবে প্রস্হান!
শতচ্ছিন্ন নির্বোধ কিছু কুশিক্ষিত ধর্মের মুখোশ এটে
মুখোশের আড়ালে স্পর্ধিত কিছু থাবা বিশ্ব সম্পদ খাচ্ছে লুটে!
ধর্মেরঢাক বাজিয়ে, পরোকালের শ্লোক ভীতিতে রেখে
নিরপরাধ নিরক্ষর পরহেজগার লোকগুলো কে খাচ্ছে রোজ চেখে!
ধর্মের আড়ালে রাজনীতিতে, পাতিয়ে ব্যবসার ফাঁদ
চুষে নিচ্ছে গরীবের রক্ত, ক্ষমতার দাপটে বাড়াচ্ছে সম্পদ!