সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

কবিতা – বোবা কান্না

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

মোঃ রহমত আলী

 

 

 

এখানে কাঁদতে মানা !

হাসতে হবে শুধু কারণে অকারণে

মন না চাইলেও মনের বিরুদ্ধে উদ্দাম উল্লাসে।

 

 

এখানে মানতে হবে সব !

যত কান্না সবি লুকিয়ে প্রকাশ্যে হেসে-হেসে

সুখ বিক্রয়ের নিত্যদিনের খেলায় মেলার রঙ্গে।

 

 

এখানে সব চলে তাই !

মনে রঙ নেই তবুও রঙ ছড়াতে হবে নিশিদিন

প্রেম কেনা-বেচার এ রঙ্গিলা ঘাটে।

 

 

এখানে মূল্যহীন সব !

যতই ছলছল আঁখি ধারায় তাজা জল

তথাপি বানোয়াট হাসিমুখের ঝলমলে এ হাট।

 

 

এখানে হাসতে হবে হায়্ !

প্রতি খনে-খনে ললাটের বোবা কান্না দাফনায়ে

অভিনয়ের বিচিত্র সাজগোজের নির্লজ্জ ঢঙে।

 

 

এখানে কোনো উত্তর নেই !

হ্যাঁ প্রশ্ন শতক যা রেখে যেতে পারেন শুধু

যদিও চাইলে জবাব দিতো সমাজ ও পরিবার। 

 

 

এখানে প্রেম সেই তো !

যা আছে তা কিনা প্রেম-প্রেম খানিক লীলা

যেন মৃত রজনীগন্ধার বিলিয়ে দেওয়া সুবাস।

 

 

এখানে জীবন বন্দী !

সাধ আর সাধ্য বিনিময়ের চাহিদায় ঘায়েল

তো বোবা কান্না দেখায় না তাই সু’স্বাগতম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102