নুর ই আল শাহাত চৌধুরী
ব্যস্ত এই শহরে
হাজার লোকের মাঝে,
বেদনায় রিক্ততায়
হারিয়ে যাই নিজে।
সময়ের স্রোতে যখন
জীবন থমকে দাড়ায়,
শুধু মনে হয় যাব ফিরে
রঙিন সেই ছেলে বেলায়।
হঠাৎ আবার মনে পড়ে
সেসব দিনের কথা,
সুখের চাদরে মোড়া
মোর সারাটা বেলা।
ক্লান্তির শেষে যেন
নীরব হয়ে সাঝে,
খুঁজে পাই একটু সুখ
শত ব্যস্ততার মাঝে।