কলমে: জাহির আব্বাস আপন (বর্ধমান, ভারত)
সত্যকে অন্বেষণ করার জন্য নয়
মহৎ কোন স্বপ্ন সন্ধানের জন্য নয়
মিথ্যকে প্রতিষ্ঠা করার জন্য
হিংসাকে বাঁচিয়ে রাখার জন্য
মগজ ধোলাইয়ের বিপুল আয়োজন!
ঘাতকদের জন্য, ধর্ষকদের জন্য
বীরগাথা, ফুল মালার উপাচার
বুকের ওপর পাথর জমছে প্রতিদিন
তোমার আমার মানব পরিচয় আজ গৌণ
মিথ্যার মিথের ভেতর আমাদের অগস্ত্যযাত্রা!
নৃশংস হত্যায় শিউরে ওঠে না সব মানবতা
কান্না শুনবে, হাহাকার শুনবে অবসর কোথায়?
মানবতা খুব সাজেস্টটিভ, ম্যাজিশিয়ানের তাস
মোমবাতিও দুর্মূল্য হয়ে ওঠে সময় সময়
ভদ্রমানবতা তখন লুঙ্গি খোঁজে রাস্তায় রাস্তায়!