কলমে:- এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
তুমি আমার কবিতার ছন্দ
ভাবনার শিরোনাম,
তুমি ছাড়া আমার কলমের
নাই তো কোনো দাম।
তোমায় না ভাবলে আসেনা আমার
কাব্য লেখার ভাব,
না ভাবিয়া তোমায় যায় না কোনদিন
নিত্যদিনের স্বভাব।
তুমি আমার কল্পনার রাজ্যে
এখনো হয়ে আছো রানি,
অন্যের ঘরে সাজিয়েছো নিজের জীবন
যদিও সেই কথা জানি।
পাষাণ তুমি বিবেকহীন হৃদয়
ইচ্ছামতো কাঁদিয়েছো আমায়,
মনের সুতায় আজও বেঁধে রেখেছি
বন্ধু আমি তোমায়।
প্রতিদিন আমি কলম হাতে নিয়ে
তোমার কথা ভাবি যখন,
তবেই তো আমি গল্প কবিতায়
তুলে ধরি তোমার চরণ।
বিরহের গল্প আর কাব্য কথা
স্মৃতির ডায়েরিতে লিখি প্রতিদিন,
যতদিন বেঁচে আছি তোমার কথা
লিখে যাবো আমি ততদিন।