কলমে: রোজিনা খাতুন
যদি পাড়ার মোড়ে দেখা হয় ভুলে যাবো চেনা পরিচয়,
চোখে চোখ পড়লেও চমকে উঠবোনা হবে করুণ হৃদয়।
হৃদয় চিরে তাজা রক্ত ঝরবে তবুও অচেনা থাকবো,
চেনার ভিড়ে অচেনার বেসে আঁচলে মুখখানি ঢাকবো।
আলতা পায়ে নুপুর পরে ভিজবো না খালি পায়ে,
বৃষ্টির ছন্দে পিচঢালা রাস্তায় ছুটবোনা গাঁয়ে।
বকুলের তলে সুতোই আর গাঁথবনা মালা
হিজল ফুলের বাহারি সাজে পরবোনা বালা।
চোখের আড়ালে চলে যাবো চিরতরে
একযুগ পরে জানবে গেছি আমি মরে।
কবরের পাশে দাঁড়িয়ে ফেলো দু ফোটা পানি
এমনটা কখনও করবেনা তাও জানি।
কবরের পাশে ঘাসফুল হয়ে ফুটবো আমি,
তোমার পদতলে পিষে কাঁদব, বুঝতে পারবে কি তুমি?
তোমার পায়ের ছোঁয়ায় প্রাণ ফিরে পাবো,
অদৃশ্য হয়ে তোমার শরীরে মিশে যাবো।