ভালবাসা বেঁচে থাকে আশা-ভরসায়,
বেঁচে থাকে বিশ্বাসে।
বেঁচে থাকে আশ্রয়ে-প্রশ্রয়ে,
বেঁচে থাকে একটু সহানুভূতিতে।
বেঁচে থাকে অহিংসায়,
বেঁচে থাকে অকৃত্রিম-অকৃপণ সহমর্মিতায়।
বেঁচে থাকে হৃদয়ের সবচাইতে নরম স্হানের সুকোমল পরশে,
বেঁচে থাকে অপলক দু-নয়ন হতে মুক্তবিন্দুর মত প্রবাহিত জলধারায়।
বেঁচে থাকে পাখির কূজনে,
বেঁচে থাকে ঝর্ণাধারায়।
বেঁচে থাকে খরস্রোতা নদীর কলতানে,
বেঁচে থাকে,,,,,,,,!
ভালবাসা বেঁচে থাক,
বেঁচে থাক সেই রাগী,অহংকারী "মহারাণী'র" প্রত্যাশায়।