কবি- কামাল মাহমুদ জয়
ভালবাসার শ্বপ্নগুলো রঙিন,
নীল আকাশে ভাসে নিরন্তর,
মেঘের খেলা, হাওয়ার ছোঁয়া,
মনের মাঝে তৈরি করে আঁধার।
তুমি আছো দূরে, কিন্তু কাছে,
মনের আকাশে নীলের মায়া।
প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ,
ভালবাসার স্বপ্ন জড়িয়ে যায়।
তোমার হাসি, তোমার কথা,
আলো হয়ে ঝরে মনের মাঝে,
নীল ভালবাসা, শ্বপ্নের গাঁথা,
প্রতি নিঃশ্বাসে যেন নাম ছোঁয়া।
ভালবাসার নীল রঙে ভরা,
এই জীবনটা একান্ত আমার,
তোমার ছোঁয়ায় সব কিছু যেন
স্বপ্নের মতো রঙিন হয়ে যায়।
নীল আকাশে যত তারা,
ভালবাসা তত খুঁজে বেড়াই,
স্বপ্নের নীল আকাশে আমরা
সাথে মিলে উড়ে যাব সবার পরায়।